কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আগামী ৩০ অক্টোবর মৌলভীবাজারের ২নং পতনঊষার ইউনিয়নের কমলগঞ্জের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তার মধ্যে সভাপতি পদে আবুল বশর জিল্লুল (ছাতা), মো. মোস্তফা (আনারস), সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন (মোটরসাইকেল), টিপু সুলতান চৌধুরী ( ঘড়ি) ও মো. হেলাল খান (চেয়ার) এবং সদস্য পদে ১৩ জন প্রার্থী আরব আলী (দোয়াত কলম), মো. মিরাজ খান (ফ্যান), মনোয়ার মিয়া (চশমা), নজরুল ইসলাম সজিব (কলস), জুবের আহমদ ( মাছ), মো. তাজুল ইসলাম সাচ্চু (টিউবওয়েল), মো. তেরা মিয়া (তালা চাবি), সাইফুর রহমান নেপুল (বাইসাইকেল), আক্তার আলী (বল), মো. সাজু মিয়া (টেবিল), মো. আরফান আলী (মই), মখলিছ মিয়া (কাপ পিরিচ) ও কলিম মিয়া (আম) মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
শহীদনগর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৩৫ জন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার মো. মিছবাহুর রহমান চৌধুরী, সদস্য ফেরদৌস খান, মো. টিপুল আলী, শওকত আহমদ ও জমসেদ আলী। নির্বাচনে প্রিজাইডিং অফিসার এর দায়িত্ব পালন করবেন কমলগঞ্জ উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস।
মন্তব্য করুন