নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥
হবিগঞ্জে জাল জালিয়াতির মাধ্যমে ভূয়া ইনজুরি, এক্সরে রিপোর্ট তৈরী করে আদালতে মামলা দায়ের করেছে একটি জালিয়াতি চক্র। ভূক্তভোগী লাখাই উপজেলার মনতৈল গ্রামের মৃত আলী আফসরের পুত্র হিরা মিয়া গতকাল রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে জাল জালিয়াতির মামলা দায়ের করেন। মামলাটি বিচারক আমলে নিয়ে সিআইডি পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
বাদী পক্ষের আইনজীবি হলেন ইকবাল হোসেন ভূইয়া ও খোকন চন্দ্র গোপ। তারা জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতালে ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে একটি জালিয়াতি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা সাধারণ মানুষদেরকে বিভিন্ন কৌশলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বিভিন্ন ক্লিনিক থেকে ভূয়া ইনজুরি ও এক্সরে রিপোর্ট তৈরী করে দেয়। আর এসব রিপোর্টের কারণে ডাক্তারা মিথ্যা সার্টিফিকেট দিয়ে মানুষদেরকে বেকায়দায় ফেলে। অনেকেই এসব মিথ্যা ও জালিয়াতি সার্টিফিকেটের কারণে কারাভোগ করে। এরকম একটি জালিয়াতি চক্র ধরা পড়লে তাদের বিরুদ্ধে হিরা মিয়া আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হল, লাখাই উপজেলার মনতৈল গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র খেলু মিয়া, আনোয়ার আলীর পুত্র রিপন মিয়া, মৃত সুন্দর আলীর পুত্র আনোয়ার আলীসহ আরো ৪/৫ জন। মামলার বিবরণে জানা যায়, উল্লেখিত আসামীরা গত ২৩ জুলাই শহরের সবুজবাগ এলাকার ইউনাইটেড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভূয়া এক্সরে রিপোর্ট ও ইনজুরি তৈরী করে হাসপাতালের ডাক্তারদেরকে দিয়ে ভূয়া মেডিকেল সার্টিফিকেট আদালতে দাখিল করে। কিন্তু পরবর্তীতে মামলার শুণানীকালে এসব সার্টিফিকেট ও রিপোর্ট ভূয়া ধরা পড়ে। পরে আদালতের নির্দেশে হিরা মিয়া উল্লেখিতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মন্তব্য করুন