স্টাফ রিপোর্টার।
হবিগঞ্জের বানিয়াচংয়ে তথ্য অধিকার আইন অনুযায়ী বানিয়াচং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তথ্য পাওয়ার জন্য সকাল
১১ টায় এক সাংবাদিক পত্র নিয়ে গেলে প্রাণী সম্পদ দপ্তরের কোন কর্মচারী পত্র গ্রহণ করেননি। পরে অনুপস্থিত বানিয়াচং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাইফুর রহমানকে ফোন দেন দপ্তরের এক কর্মচারী। ফোনে আলাপের পর পত্র দাতাকে ঐ কর্মচারী বলেন, “পত্র রিসিভ করা চিনি না, বিনা রিসিভে দিয়ে যান”। পত্র দাতা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে ফোন দিলে তিনি রিসিভ ছাড়াই পত্র দিয়ে যাওয়ার জন্য বলেন। পত্র দাতা রিসিভ চাইলে তিনি রাগত: হয়ে বলেন ‘ আপনারা সাংবাদিকরা এত জ্বালান কেন?’ বলে ফোন কেটে দেন। পরে পত্রদাতা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে বিষয়টি ফোনে অবগত করলে তিনি পত্র রিসিভের নির্দেশ দিলে পত্র রিসিভ করতে বাধ্য হন অফিসের কর্মচারীরা ।
প্রাণীসম্পদ দপ্তরের অনিয়মের গুঞ্জনের বহি:প্রকাশ দেখা গেছে। এসময় প্রাণীসম্পদ দপ্তরের কর্মচারীরা একে অপরের নিকট দৌড়ঝাপ শুরু করে। এতে ধারণা করা হয়, অনিয়মের একটি রহস্য বানিয়াচং উপজেলা প্রাণীসম্পদ দপ্তরে লুকিয়ে আছে।
মন্তব্য করুন