স্টাফ রিপোর্ট :
গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজী তারিখে ইস্ট লন্ডনের শাটেল স্ট্রিটের কবি নজরুল প্রাইমারি স্কুলে যুক্তরাজ্য শ্রীমঙ্গল- কমলগঞ্জ বাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে, নজরুল ইসলাম ও বুলবুল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আহাদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল কমলগঞ্জ নির্বাচনী এলাকার ৬ বারের নির্বাচিত এমপি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, আব্দুল আহাদ চৌধুরী, আহমেদ হাসান, মোহাম্মদ আকরাম খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন ভূঁইয়া, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, একাউন্টেন্ট আজিজুল হক কায়েস, আখতারুজ্জামান খান জাকির, ফটিক ইসলাম, এস কে জামাল জুয়েল,। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামান আহমেদ, নাজমুল ইসলাম ইমন, মোহাম্মদ আব্দুর রব, নুরুজ্জামান চৌধুরী রাসেল, মাহবুবুল হাসান বক্ত বাচ্চু, মোজাম্মেল আহমেদ শিপু, সেলিম মিয়া, হাসান কাউসার চৌধুরী শিপন, ইয়াকুব আলী, সৈয়দ আজিজ রিপন, শেখ মাহমুদ তালুকদার প্রমুখ।
বঙ্গবন্ধু শিশু একাডেমি যুক্ত রাজ্য শাখার সেক্রেটারি নজরুল ইসলাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য উন্নয়নের বর্ণনা দেন। যেমন : জেলা সদরের মনু নদীর তীর সংরক্ষণ প্রকল্প। কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন পুনর্বাসন প্রকল্প (৪২ কিলোমিটার)। জেলার ৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ১৮টি কমিউনিটি ক্লিনিক মেরামত ও সংস্কার। জেলার বিভিন্ন উপজেলায় মডেল মসজিদ নির্মাণ। জেলা সদরে চিফ জুডিশিয়াল আদালত ভবন নির্মাণ। জেলা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ। জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ। জেলার অভ্যন্তরে সড়ক ও জনপথের প্রতিটি রাস্তা সংস্কার। পল্লীসড়ক উন্নয়ন ২২৭ কিলোমিটার। পল্লীসড়ক রক্ষণাবেক্ষণ ৪০২ কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ব্রিজসহ উন্নয়ন ২২৯.৫৫ কোটি টাকা।
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ ১২টি।
উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন নির্মাণ ২টি।
আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ ১৭৬১টি।
শ্রীমঙ্গলে বিসিক শিল্পনগরী স্থাপন (৪৯.১৪ কোটি টাকা)। মানবিক সহায়তা খাতে উপকারভোগীর সংখ্যা ১০,৬০,৫১০জন। শ্রীমঙ্গল ও কমলগঞ্জে ৫০০ আসন বিশিষ্ট জেলা পরিষদ অডিটরিয়াম নির্মাণ। শিক্ষাখাতে উন্নয়ন ২৯৬ কোটি টাকা। স্বাস্থ্যখাতে বরাদ্দ উন্নয়ন ২৩ কোটি টাকা কৃষি খাতে সহায়তা ২২.৩৭ কোটি টাকা। নিরাপদ পানীয় জল খাতে ব্যয় ১৩৬.০৮ কোটি টাকা।
সামাজিক নিরাপত্তা খাতে সহায়তা ২০ কোটি টাকা।
চা শ্রমিকদের আর্থিক অনুদান ৫৪ কোটি টাকা।
চা শ্রমিকদের গৃহ নির্মাণ ৮০টি। চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও জাতীয়করণ। শ্রীমঙ্গল সরকারি কলেজে ২টি একাডেমিক ভবন নির্মাণ। শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ স্থাপন।
কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় ও কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণ। বর্মাছড়া চা বাগানে সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা। কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ।
উভয় পৌরসভায় ড্রেনেজ ৪০ কিমি ড্রেনেজ নির্মাণ। কমলগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ।
কমলগঞ্জ পৌরসভায় পানি শোধনাগার নির্মাণ। কমলগঞ্জে মডেল মসজিদ নির্মাণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সরকার প্রধান শেখ হাসিনা ও উনার নিজের জন্য সবার কাছে দোয়া চান। একই সাথে সরকারের বিভিন্ন উন্নয়ন ও সবার সামনে তুলে ধরেন।
মন্তব্য করুন