নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে:
হবিগঞ্জে চুনারুঘাটে ১৫ লিটার চোলাই মদ ও ভারতীয় নেশাজাতীয় ৫ বোতল (বটকা) সহ রতন রায় (২৮) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯অক্টোবর ) বিকেলে চন্ডি মাজার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রতন রায় বিবাড়ীয়া জেলার বিজয় নগর উপজেলার সাতবর্গ এলাকার চন্দ্রধন রায়ের ছেলে । জানা যায়, দীর্ঘদিন ধরে রতন চুনারুঘাট থেকে চোলাই মদ কিনে বিবাড়ীয়া সহ তার নিজ এলাকায় দোকান ঘরে মজুদ করে রাখে। এরপর সেখান থেকে অবৈধভাবে খুচরা হিসেবে মদ বিক্রি করে আসছিলেন।
এবিষয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম হিমনের নেতৃত্বে এএসআই আব্দুল বাতেন ও এএসআই আব্দুর রহিম সহ একদল পুলিশ চন্ডী মাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে রতনকে আটক করা হয়। পরে তার হেফাজতে রাখা ১৫ লিটার চোলাই মদ ও ভারতীয় নাইট রাইডার লেখা (বটকা) জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এধরণের অভিযান অব্যাহত আছে বলে ওসি মোঃ আলী আশরাফ জানান।
মন্তব্য করুন