কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু।।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২১, ৯:৪৭ অপরাহ্ন /
কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু।।

কমলগঞ্জ( মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর  রেলক্রসিং এলাকায় পড়ে সিলেটগামী আন্ত:নগর টেনে কাটা পড়ে  অজ্ঞাতনামা (৫০) একজনের মৃত্যু হয়েছে। শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, রোববার রাত ৮.২০ মিনিটের সময় শমশেরনগর রেলক্রসিং এলাকায়  সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  ঘটনাটি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা লোকটি মানসিক রোগী ছিল। তিনি আরও বলেন, তার  নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।