সুমন কর্মকার,তালা,সাতক্ষীরা প্রতিনিধি:
তালার মাগুরায় কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে শুক্রবার সকালে মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব।
প্রতিমা বিসর্জনের পূর্বে নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। উপজেলার মাগুরায় ১১ টিসহ তালা উপজেলায় এ বছর সর্বমোট ১৮৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজার শেষ দিনে মাগুরার মন্ডপগুলোতে মানুষের ঢল নামে। শুক্রবার দুপুরের পর থেকে মাগুরা ও তার পার্শ্ববর্তী ৫টি পূজামন্ডপ হতে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন যানবাহনে করে প্রতিমাগুলোকে মাগুরা আড়ংঘাটা বাসন্তী মন্দির প্রঙ্গনে আনতে শুরু করে। এ সময় সেখানে হাজারো মানুষের ঢল নামে। নাচ গান ঢাকের তালে তালে আনন্দ উৎসবে মেতে ওঠে নারী পুরুষ বৃদ্ধ সকলে। সন্ধ্যার সাথে সাথেই প্রতিমাগুলোকে কপোতাক্ষ নদে বিসর্জন দেয়।
মাগুরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ জানান, ইউনিয়নের সবকটি মন্দিরে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটায় প্রশাসনসহ সকল ধর্ম-বর্ণের জনসাধারণকে সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন