হবিগঞ্জ প্রতিনিধি ॥
আজমিরীগঞ্জে মাছ আহরণের জন্য লিজ নিয়ে কুদালিয়া নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন লিজ গ্রহিতারা। শর্ত ভঙ্গ করে এসব বালু তারা বিক্রিও করছেন নির্বিঘ্নে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তবে বালু উত্তোলনের জন্য আবেদন করেছেন বলে জানান লিজ গ্রহিতা সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ। তিনি বলেন, অনুমতি পাননি। কিন্তু বালু উত্তোলনের জন্য শুধু ড্রেজার মেশিন বসিয়েছেন। এখনও উত্তোলন করেননি। বালু কি দামে, কোথায় বিক্রি হচ্ছে তা তিনি জানেননা বলে দাবি করেন। বালুর তত্ত্বাবধানে থাকা নদীর আরেক অংশিদার শাহজাহান মিয়া বালু উত্তোলনের কথা অস্বীকার করে বলেন, কিছুদিন পূর্বে আমরা মাটি উত্তোলন করেছিলাম। এটি নদী ড্রেজিং করার জন্য। বালু বিক্রির জন্য নয়। এখন বন্ধ আছে। আমরা সেগুলো বিক্রিও করিনা। তাছাড়া নদী খননের জন্য ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অনুমতিও নিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী বলেন, নদী খনন করার জন্য তারা একটি অনুমতি নিয়েছে। কিন্তু এসব বালু বিক্রি করার কথা না। এ বিষয়টি তিনি কথা বলবেন বলে জানান।
জলসুখা ইউপি চেয়ারম্যান মো. ফয়েজ আহমেদ খেলু বলেন, নদীটি মাছ আহরণের জন্য লিজ দেয়া হয়েছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলনও অবৈধ। এরপরও শাহজাহান মিয়ার তত্ত্বাবধানে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। শুনেছি সেগুলো সাড়ে ৬ টাকা ফুট হিসেবে তারা সড়কের কাজের ঠিকাদারের নিকট বিক্রি করছে। এ বিষয়ে আমি একাধিকবার কথা বলেছি। বালু উত্তোলনের ফলে ফসলী জমির ক্ষতি হচ্ছে। খবর নিয়ে জানা গেছে, ওই উপজেলার কুদালিয়া নদীটি ৬ বছরের জন্য মাছ আহরণ করতে লিজ দেয়া হয়। লিজের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ১৪৩০ বাংলার ৩১ চৈত্র। দিঘলবাগ মৎস্যজীবী সমবায় সমিতির লি. এর অনুকূলে এ লিজ দেয়া হয়। শর্ত অনুযায়ী নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার বিধান নেই। নদী খননের জন্য অনুমতি দিলেও উত্তোলিত মাটি বা বালু বিক্রি করা যাবেনা বলে শর্ত দেয়া হয়। কিন্তু লিজ গ্রহিতারা শর্ত ভঙ্গ করে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন। প্রতি ফুট বালু নেয়া হচ্ছে ৬ থেকে সাড়ে ৬ টাকা। বালু উত্তোলনের বিষয়টি তত্ত্বাবধান করছেন নোয়াগড় গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার ও জলসুখা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মিয়া। এদিকে বালু উত্তোলনের ফলে ফসলী জমি ভেঙ্গে পড়ার আশংকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেয়া দিয়েছে।
মন্তব্য করুন