মৌলভীবাজার প্রতিনিধিঃ ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলায় অভিযুক্ত বগুড়ার নন্দীগ্রামের কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেনের শাস্তি’র দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যেগে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে, আহত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুসহ সারা দেশের শিক্ষক নির্যাতনের প্রতিবাদে শহরের চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন-বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অবিনাশ চন্দ্র দে।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ খোরশেধ আলী, অর্থ সম্পাদক অসীম দাস, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিশি কান্ত দেব, সহ-আইন সম্পাদক ব্রজ গোপাল দত্ত, কার্যকরী সদস্য বিনয় ভূষন দেব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিছবাউর রহমান, রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, অভয় চরন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, পদুনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, মনুমুখ পি.টি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক প্রসেন সুত্রধর, কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক কামাল হোসেন, আমতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিমাশু শেখর দেবরায় প্রমুখ।
উল্লেখ্য নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর বাজারে ভর তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুলের মুখে ঘুষি দেন এবং উত্তেজিত হয়ে নোটিশ খাতা ছিঁড়ে ফেলেন কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন।
মন্তব্য করুন