.
সিলেট প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উদ্যোগে ৯ অক্টোবর শনিবার বিকেলে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা এর সভাপতিত্বে ও যুব সংগঠক শাহীন আহমেদের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার প্রসিকিউটর জীবন মাহমুদ, পরিদর্শক কবিরুল হাসান, পরিদর্শক ফনি ভূষণ রায় প্রমূখ।
‘মুজিব বর্ষের অঙ্গীকার মাদক করবো পরিহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসুম একাদশ, সিলেট বনাম সুহেল টেলিকম, সিলেট এর মধ্যকার মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন