হবিগঞ্জে কোম্পানিতে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২১, ১২:৪৯ পূর্বাহ্ন /
হবিগঞ্জে কোম্পানিতে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জঃ হবিগঞ্জের মাধবপুরে বাদশা কোম্পানির (পাইওনিয়ার ডেনিম) কাজ করতে গিয়ে সোহেল মিয়া (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত সোহেল মিয়া নেত্রকোনা জেলার বড়ধলা উপজেলার বিষমপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র।

নিহতের ভাই খাইরুল মিয়া জানান, শনিবার (৯ অক্টোবর) দুপুরে ওই কোম্পানিতে স্টিলের কাজ করার সময় প্রায় ৪০ ফুট উপর থেকে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে মাথায় রক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অদিতি রায় তাকে মৃত ঘোষণা করেন।