জামালগঞ্জে দলিত লেখক সমিতি নির্বাচন সম্পন্ন আলমগীর সভাপতি – সম্পাদক আ:গণি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২১, ৮:৩৯ অপরাহ্ন /
জামালগঞ্জে দলিত লেখক সমিতি নির্বাচন সম্পন্ন আলমগীর সভাপতি – সম্পাদক আ:গণি
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাব – রেজিষ্টার অফিসে উপজেলার দলিল লেখক সমিতি নির্বাচন অনুষ্টিত হয়।
গত ৫ অক্টোবর দুপুরে সাব- রেজিষ্টার আব্দুস সালাম এর গঠিত নির্বাচন কমিশনের নেতৃত্বে ২৩ সদস্যর ভোটে সভাপতি পদে ২ জন ও সম্পাদক পদে ৩ জন প্রার্থী অংশগ্রহন করেন। তার মধ্যে ১৪ ভোট পেয়ে সভাপতি পদে মো: আলমগীর হোসেন বিজয়ী হন, প্রতিদ্বন্ধী প্রার্থী আবু হানিফা পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে মো: আ: গণি বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্ধী সুধাংশু শেখর দাস সুনীল পান ৬ ভোট। বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হন কোষাধ্যক্ষ পদে মো: ইয়াছিন মিয়া। ২ বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।