ময়মনসিংহ প্রতিনিধিঃ মাত্র ৩০ হাজার টাকা লুটের জন্য নরসিংদী থেকে বাসার মালিক বৃদ্ধ ফজলুল হককে ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে এনে জবাই করে ভাড়াটিয়া হাসান। এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবী স্বজনদের।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নান্দাইলে ঘটনার ৬ দিন পর ক্লুলেস এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতার করেছে পিবিআই।
ময়মনসিংহের নান্দাইলের হাসান নরসিংদীর ফজলুুল হকের বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকার সুবাদে ভাল সম্পর্ক হয় বাড়ির মালিক ফজলুল হকের সাথে। সম্প্রতি হাসানের স্ত্রীর সিজারের জন্য হাসপাতালে ভর্তি হলে হাসানকে কিছু টাকা দিয়ে সহায়তা করেন বাড়ির মালিক ফজলুল হক। টাকা দেয়ার সময় ফজলুল হকের কাছে আরও টাকা দেখে লোভ হয় হাসানের। পরে আরো টাকা ধার চাইলে দিতে অস্বীকৃতি জানান ফজলুল হক।
এতে ক্ষিপ্ত হয়ে কৌশলে তাদের গ্রামের বাড়িতে বেড়ানোর কথা বলে ফজলুল হককে ময়মনসিংহের নান্দাইলে এনে গলাকেটে হত্যার পর তার সাথে থাকা ৩০হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায় হাসান।
হত্যাকান্ডের রহস্য উন্মোচন করে অভিযুক্তকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে পিবিআই। এদিকে ঘটনাস্থলে এসে গ্রেফতারকৃত হাসানের দেখিয়ে দেয়া স্থান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে পিবিআই।
ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মাত্র ৩০ হাজার টাকা লুটের জন্য নরসিংদী থেকে বাসার মালিক বৃদ্ধ ফজলুল হককে ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে এনে জবাই করে ভাড়াটিয়া আবুল হাসান।
মন্তব্য করুন