কমলগঞ্জের শমশেরনগর শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটের এক যুগ পূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন /
কমলগঞ্জের শমশেরনগর শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটের এক যুগ পূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটের এক যুগ পূর্তি উপলক্ষে শতাধিক অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাট প্রাঙ্গনে বাংলাদেশ মাইনোরিটি রাইটস এলায়েন্স (বিএমআরএ) টরেন্টো, কানাডার আয়োজনে ও মি. ডন এবং মিস ভ্যালরি এর সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশের সভাপতিত্বে ও শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি গোপাল বর্মা মনির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সমাজসেবী ঝুমা সেন, সমরেন্দ্র সেন শর্মা বাচ্চু, শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজিত পাল, অসীম সাহা, পরিতোষ পাল, লিলেন রায়, চা শ্রমিক নেতা শ্রীকান্ত কানু গোপাল, সীতারাম বীন প্রমুখ।