
স্টাফ রিপোর্টার
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থিতা নিয়ে চলা অনিশ্চয়তার অবসান ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে দু-দফা শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সাবিরা সুলতানার পক্ষে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন। জহুরুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মামুন মাহাবুব। শুনানিতে তথ্য-প্রমাণ পর্যালোচনার পর সাবিরা সুলতানাকে বৈধ প্রার্থী হিসেবে রায় দেয় কমিশন। এর আগে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে জানানো একটি অভিযোগও ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।
শুনানি চলাকালে সাবিরা সুলতানার সঙ্গে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সুমন এবং যুবদল সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন কল্লোল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর প্রিয় প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ায় ঝিকরগাছা ও চৌগাছা এলাকার বিএনপি সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইছে এবং নির্বাচনী আমেজ নতুন করে ফিরে এসেছে।
আপনার মতামত লিখুন :