কুলাউড়ায় নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক টাউন হল মিটিং কুলাউড়া প্রতিনিধি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন /
কুলাউড়ায় নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক টাউন হল মিটিং কুলাউড়া প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক 

বেসরকারি উন্নয়ন সংস্থা নিঃস্ব সহায়ক সংস্থার (এনএসএস) আয়োজনে এবং ডি-নেটের সহযোগিতায় স্থানীয় সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক টাউন হল মিটিং বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডি-নেটের প্রকল্প পরিচালক আশিক আহমদ তন্নয়। প্রজেক্টের ধারণাপত্র পাঠ করেন এনএসএসের প্রজেক্ট কো-অডিনেটর সাদেকা ভুঁইয়া।

নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) এর প্রকল্প ম্যানেজার মো. আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা (অঃদাঃ) মোহাম্মদ আলমগীর হোসেন ও সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা।

সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাকোর নির্বাহী পরিচালক শামীম আহমদ, ভিডিওর নির্বাহী পরিচালক শাহিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, মাওলানা মো. আল আমিন, সাবেক ইউপি সদস্য মো. চান্দ আলী, মন্জুরল আজিজ চৌধুরী ও আবদুল জব্বার প্রমুখ।