বড়লেখায় সহকারী শিক্ষকদের শা’ট’ডা’উন বিদ্যালয়ে তালাবদ্ধ কক্ষ, বিক্ষুব্দ অভিভাবক-শিক্ষার্থী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন /
বড়লেখায় সহকারী শিক্ষকদের শা’ট’ডা’উন বিদ্যালয়ে তালাবদ্ধ কক্ষ, বিক্ষুব্দ অভিভাবক-শিক্ষার্থী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বৃহস্পতিবারের শাটডাউন কর্মসূচির কারণে অধিকাংশ বিদ্যালয়ে তৃতীয় দিনের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সকাল থেকেই সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকদের পরীক্ষা নিতে বাধা দেন এবং অনেক স্কুলে পরীক্ষার কক্ষে তালা ঝুলিয়ে দেন। ১৫১টি বিদ্যালয়ের মধ্যে হাতেগোনা ২-৩টি ছাড়া বাকি সবগুলোতে পরীক্ষা বন্ধ থাকে।

ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেলের শিফটের শিক্ষার্থীরা পরীক্ষার কক্ষে তালা দেখে বিক্ষুব্দ হয়ে ওঠেন। অভিভাবকরা তালা ভেঙে সন্তানদের কক্ষে বসান। উত্তেজনা দেখা দিলে পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে প্রধান শিক্ষক বদর উদ্দিন প্রশাসন ও অভিভাবকদের সহায়তায় ৬টি কক্ষে পরীক্ষা নেন।

বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই পরিস্থিতি দেখা যায়। সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের ফিরিয়ে দিয়ে তালা মেরে সমাবেশে যোগ দেন। উপজেলা জুড়ে সহকারী শিক্ষকরা তালাবদ্ধ পরীক্ষা কেন্দ্র রেখে প্রতিবাদ সমাবেশ করেন।

উপজেলা শিক্ষা অফিসার জোবায়ের আলম জানান, প্রধান শিক্ষককে বাধাদান, পরীক্ষার্থীকে ফিরিয়ে দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।