হবিগঞ্জে সুষ্ঠু নির্বাচনে মাঠে প্রস্তুত প্রশাসন-ডিসি আবু হাসনাত
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন /
০
হবিগঞ্জ প্রতিনিধি
এদেশের মানুষ গত ১৬ বছর তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি-এমন মন্তব্য করেছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। রবিবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ডিসি বলেন, গণতন্ত্রের অন্যতম মৌলিক অধিকার হচ্ছে ভোটাধিকার। কিন্তু দীর্ঘ সময় ধরে দেশের জনগণ সঠিকভাবে সেই অধিকার চর্চা করতে পারেনি। এখন সময় এসেছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার এবং সুষ্ঠু নির্বাচনে মাঠে প্রস্তুত প্রশাসন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন- বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চান। সেই লক্ষ্যে মাঠপর্যায়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব দপ্তর পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
ভোটগ্রহণের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে ডিসি জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেজন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। কেউ যদি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, সেনাবাহিনীসহ সব বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচন সংক্রান্ত তথ্যের স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংবাদিকরা নির্বাচনের যেকোনো তথ্য আমাদের কাছে চাইলে যথাযথভাবে সরবরাহ করা হবে। আমরা চাই সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। মতবিনিময় সভায় কোচিং সেন্টার প্রসঙ্গেও কঠোর অবস্থান নেন জেলা প্রশাসক।
তিনি বলেন, স্কুল চলাকালীন সময়ে অবৈধ ও অনিয়মিত কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হবে। প্রত্যেক শিক্ষার্থী যেন স্কুলমুখী হয়, সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক নানা বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্য সহকারে তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান
আপনার মতামত লিখুন :