“এটা আমার জীবনের শেষ নির্বাচন”: দিরাই-শাল্লার জনগণের কাছে ভোট ও দোয়া চাইলেন নাছির উদ্দিন চৌধুরী।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ১০:২১ অপরাহ্ন /
“এটা আমার জীবনের শেষ নির্বাচন”: দিরাই-শাল্লার জনগণের কাছে ভোট ও দোয়া চাইলেন নাছির উদ্দিন চৌধুরী।

হাবিবুর রহমান হাবিব,শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার, ২৫ নভেম্বর, দুপুর ২ ঘটিকায় দিয়াই উপজেলা সদরে- উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) নাছির উদ্দিন চৌধুরী তাঁর গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেন। তিনি দিরাই-শাল্লার আপামর জনসাধারণের নিকট এটি তাঁর শেষ নির্বাচন উল্লেখ করে উপস্থিত সবার নিকট দোয়া চান।

এই বয়োজ্যেষ্ঠ নেতা আরও বলেন, “আপনারা পাশে থাকলে আমি নির্বাচন করব। আমার জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের যে ভালবাসা পেয়েছি, তাঁর ঋণ শোধ করার নয়। দিরাই-শাল্লার জন সাধারণের মুখে বিজয়ের হাসি দেখে যেতে যাই।” এছাড়াও তিনি অনুন্নত দিরাই-শাল্লাকে উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ের আহ্বান জানান।

সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটির সদস্য হাজী আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই জনসভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, দিরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানী চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আমজাদ তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, সাংবাদিক এম আর মিজান, শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, শাল্লা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন সালাহ উদ্দিন তালুকদার, সজীব রশিদ চৌধুরী, সোহেল তালুকদার, মেহেদী হাসান, নুর আহমদ, জামিল হোসেন, আতাউর রহমান, মুজিবুর রহমান, আতিউর রহমান আতি, জুবের সরদার দিগন্ত, আনোয়ার হোসেন, আব্দুল খালেক প্রমুখ।