
পঞ্চগড় জেলা প্রতিনিধিখাদেমুল ইসলাম
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তেতুলিয়া উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে ছিল পুরো এলাকা। গাছপালা, ঘাস ও ফসলের পাতায় ঝরে পড়েছে শিশিরবিন্দু। তবে সকাল গড়াতেই সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে পঞ্চগড়ের আকাশ। দিনের বেলায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু সকাল ও রাতের ঠান্ডা বাতাসে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৯টায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। দিন দিন তাপমাত্রার তারতম্যে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় তাপমাত্রা ধীরে ধীরে আরও কমে আসবে। ফলে শীতের তীব্রতা আগামী দিনগুলোতে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :