হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৯:২৬ অপরাহ্ন /
০
হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নতুন গরুর বাজার এলাকায় মোহ্তাসিন খান (১০) নামে এক শিশুর পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বুশরা ইসলামিক কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঘটনার সময় মোহ্তাসিন বাসার সামনে খেলাধুলা করছিল। পরে গরু বাজার সংলগ্ন একটি পুকুরে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। তাকে খুঁজে পাওয়ার পর স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহ্তাসিন বুল্লা ইউনিয়নের বরগ গ্রামের মো. ইকবাল খানের বড় ছেলে। পরিবার বর্তমানে মাধবপুর পৌরসভার শ্যামলীপাড়ায় বসবাস করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ জানান, “শিশু মোহ্তাসিনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মৃত্যতে আমরা গভীরভাবে শোকাহত। স্থানীয়রা জানান, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :