কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ১ নভেম্বর


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন /
কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ১ নভেম্বর

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর। নির্বাচনকে নিয়ে উৎসবের আমেজ বইছে প্রেসক্লাবে। গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে আনুষ্ঠানিকভাবে কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ।

কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশন ঘোষিত তফশীল সূত্রে জানা যায়, আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি, ২১ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ২৩ অক্টোবর যাচাই-বাছাই ও ২৪ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১ নভেম্বর প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা যায়, নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব আহমেদুজ্জামান আলম  বলেন, প্রেসক্লাবের নির্বাচন আমাদের ঐক্যের প্রতীক। আমরা চাই পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে সুন্দর একটি নির্বাচন হোক। এই নির্বাচন নিয়ে সাংবাদিক সমাজে এখন আলোচনা-উৎসাহ আর প্রত্যাশার জোয়ার বইছে।
কমলগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সুজন আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব রকমের ব্যবস্থা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। আশা করছি সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারবো। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।