পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ( ১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, ভজনপুর ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা কান্ত রায় , সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ বর্মন, উপজেলা যুব দলের সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক (সবুজ), জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)’র উপজেলা সমন্বয়ক হাবিবুর রহমানসহ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গসহ তেঁতুলিয়া উপজেলার ৯টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায়, পূজা উদযাপনকালীন সময়ে এলাকায় যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন, বিভিন্ন সড়কে বৈদ্যুতিক লাইট ও সড়ক সংস্কার, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য, স্বেচ্ছাসেবক নিয়োগসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও, দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য
যার যার অবস্থান থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়।
আপনার মতামত লিখুন :