নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা!
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ১০:৪০ অপরাহ্ন /
০
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ শহরে টানা তিনদিন ১৪৪ ধারা জারি থাকার পর বৃহস্পতিবার (১০ জুলাই) নিষেধাঙ্গা তুলে নেয়া হয়। ফলে, শহরে সাধারণ জনতার মধ্যে প্রান চাঞ্চলতা ফিরে এসেছে। দোকান পাট ধীরে ধীরে খুলছে। শহরস্থ বিভিন্ন স্টেশনে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই শহরে যৌথবাহিনীর টহল জোরদার লক্ষনীয়। নবীগঞ্জ শহরে দুই পক্ষের মারামারির ঘটনা নিয়ে কোন পক্ষই এখন পর্যন্ত মামলা না করলেও পুলিশ এসল্ট মামলা হওয়ার ঘটনায় ৮ জন সাংবাদিক সহ ৩২ জনের নাম উল্লেখ করে ৫ হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছে, নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র।
ব্যবসায়ীরা দোকান পাট খুলছে। শহরে অটোরিস্কা, সিএনজি, রিক্সা ও ব্যাটারি চালিত টমটম সহ নানা ধরনের ছোট পরিবহনের চলাচলে আবারও প্রান চাঞ্চলতা ফিরে এসেছে।
এদিকে, পুলিশ আহত হওয়ার ঘটনায় সব আসামিদের বিরুদ্ধে লুটপাট ও ভাংচুরের অভিযোগ এনে মামলার মধ্যে উল্লেখ করা হয়েছে অগ্নিকান্ড, ভাংচুর ও লুটপাটে ব্যবসায়ীদের বর্ননা মতে ৪ কোটি ৪ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সু-নির্দিষ্ট কোন আসামিকে দোষারুপ করা হয়নি।
এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ওসি শেখ কামরুজ্জামান বলেন, পুলিশ এসল্ট হওয়ার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে ৫ হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, গত সোমবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জ শহরে দুটি পক্ষের ৬/৭ টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষে শতাধিক লোক আহত ও একজন নিহত হন। সংঘর্ষ চলাকালে শহরে দোকান পাট ভাংচুর করা হয়।
আপনার মতামত লিখুন :