খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে:
তেতুলিয়ায় গত শুক্রবার চোর ভোর রাতে স্কুলের মাঠে ফেলে গেছে, পানির মটর পাম্প ও টিউবওয়েরর একটি মাথা। রনচন্ডি স্কুলের ম্যানেজিং সদস্য আজিজুর জানান,আমরা চুরি মালামাল ফেরত পেয়েছি। চোরের ধর্ম আছে,এতদিন জেনেছি চোরের ধর্ম নেই তিনি এমনটি বলেন চোরবে ধন্যবাদ
ঘটনাটি রনচন্ডি গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই দিন অতিবাহিত হলো। জানাগেছে, গত বুধবার মধ্য রাতে চোর স্কুলের ল্যাটিনের টিউবওয়ের মাথা ও একটি ছোট পাম্প চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়। পরে চুরি হওয়া মালামাল দুই দিন পর ফেরত দিয়েছে।বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এব্যাপারে সদর তেতুলিয়া ১ নং রনচন্ডি ইউপি সদস্য নুর ইসলাম,তিনি চুরির ঘটনাটি সত্যতা জানিছেন। এব্যাপারে রনচন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শি ক্ষক মোছা: রানা পারভিন জানান, শিক্ষার্থীদের ল্যাটিন ও পানির লাইন সংযোগ ঠিক করে দেওয়া হয়েছে, চোর ফেরত দিয়েছে আমাদের মালামাল।
মন্তব্য করুন