হবিগঞ্জে পুলিশ-বিকাশের যৌথ সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৫, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন /
হবিগঞ্জে পুলিশ-বিকাশের যৌথ সভা
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি  
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার প্রতিরোধে হবিগঞ্জে পুলিশ-বিকাশের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ মে) হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার প্রতিরোধ ও তদন্ত কার্যক্রম জোরদারে হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের উদ্যোগে এবং বিকাশ লিমিটেডের সহযোগিতায় একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ. এনএম সাজেদুর রহমান।
সভায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত অপরাধের ধরন, তদন্ত পদ্ধতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিকাশের পক্ষ থেকে জানানো হয়, তারা নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে, যাতে করে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা যায়। উল্লেখ্য, এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে বিকাশের যৌথ উদ্যোগে এমএফএস অপব্যবহার প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত কর্মকর্তারা এমএফএস অপব্যবহার রোধে তথ্য আদান-প্রদান, প্রযুক্তি ব্যবহার এবং দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।