বিস্ফোরণ মামলায় বোদা উপজেলা ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ১১:০১ অপরাহ্ন /
বিস্ফোরণ মামলায় বোদা উপজেলা ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন (৬০) এবং উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিবকে (৪৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনকে নিজ বাড়ি থেকে এবং ইউপি সদস্য জাকারিয়াকে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তাদের উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়েরডাংগা এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।