হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মে ১, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন /
০
নুরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভবানিপুর গ্রামে ধানের খলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবেড় গ্রামের আক্তার হোসেনের পুত্র। বর্তমানে ভবানিপুর গ্রামে জহিরুল ইসলামের বড় মেয়ের স্বামী হিসেবে বসবাস করছে।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে খলায় মেশিন স্টার্ট দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।
আপনার মতামত লিখুন :