কুলাউড়ায় আদর্শ পাঠাগারে তিন শতাধিক পাঠকের মাঝে বই বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ৮:০২ অপরাহ্ন /
কুলাউড়ায় আদর্শ পাঠাগারে তিন শতাধিক পাঠকের মাঝে বই বিতরণ

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া উপজেলায় আদর্শ পাঠাগার বইপড়া উৎসব ২০২৫ উপলক্ষে তিন শতাধিক পাঠকের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। কুলাউড়া পৌরসভা হলরুমে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।

‘ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে ও বইপড়ার সঞ্চালক প্রভাষক মোঃ খালিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি কলেজের শিক্ষক কুলাউড়া শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান, এন আর বি কমার্শিয়াল ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক মোঃ এনাম উদ্দিন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট এএফএম ফৌজি চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন, কবি ও প্রাবন্ধিক ভানু পুরকায়স্থ, ভাটেরা গার্স স্কুলের প্রধান শিক্ষক কাওসার আহমদ মুন্না, সাংবাদিক ইউসুফ আহমদ ইমন প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, পেশাজীবি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিন শতাধিক পাঠকের মধ্যে বইপড়া উৎসবের পরীক্ষার জন্য লেখক মোঃ খালিক উদ্দিন এর লেখা ‘প্রেরণার গল্প’ বইটি বিতরণ করা হয়। উক্ত বই থেকে মৌলিক তথ্য সম্বলিত ১০০ টি জ্ঞানমূলক প্রশ্নে আগামী ১৭ মে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রতিযোগীকে মূল্যবান উপহার বই দেওয়ার পাশাপাশি সেরা ১০০ জন পাঠককে বিভিন্ন পরিমাণে নগদ অর্থ, একাধিক বই, শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হবে।