কুলাউড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ৮:০১ অপরাহ্ন /
কুলাউড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে মৌলভীবাজারের ডিবি পুলিশ ও কু্লাউড়া থানা পু্লিশের যৌথ এক অভিযানে আলালপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফসার জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কুলাউড়া থানায় মামলা রয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।