কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ১০ একর সরকারি জায়গা উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় সরকারি ওই জায়গা উদ্ধারের পর সাইনবোর্ড টানানো হয়। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, সঞ্জরপুর মৌজার ১নং খতিয়ানে ৩৮নং দাগে ১০ একর জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার ৫ জন লোক দখল করে রেখেছিলেন। সম্প্রতি মাপজোকের পর জায়গাগুলো সরকারি হিসেবে চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে এসব জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :