কুলাউড়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন / ০ Views
কুলাউড়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

কুলাউড়া প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করণে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে কুলাড়উা থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় শনিবার (৮ মার্চ) কুলাউড়া উপজেলার স্টেশন রোড, চৌমুহনী, দক্ষিণবাজার, থানার পাশেসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান, ঔষধের দোকান, ফলের দোকান, হোটেল ও রেষ্টুরেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং ও হাইড্রাজ ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্টেশন রোডে অবস্থিত মা মনি ড্রাগসকে ২ হাজার টাকা, বিগ বাগ ফার্মেসীকে ৩ হাজার টাকা, ইষ্টার্ণ রেষ্টরেন্ট এন্ড সুইটমিটকে ১০ হাজার টাকা, চৌমুহনীতে অবস্থিত বিসমিল্লাহ দই ও মিষ্টি ঘরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রি বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।