কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটি, বাংলাদেশ এর উদ্যোগে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বপ্নছোয়া ব্লাড ডোনার সোসাইটি বিগত এক মাসে মৌলভীবাজারের কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে ফ্রি চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পসহ একাধিক জনসেবামূলক কর্মসুচি সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা সংগঠনটির শাখাগুলো একযোগে কাজ করে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।
গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আয়োজনে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এএটিএম উচ্চ বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা ও পাওয়ার নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবগুলো চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া শাখা।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ৯ ফেব্রুয়ারি রাজনগর উপজেলার দারুল মোস্তফা মাদ্রাসা, ১১ ফেব্রুয়ারিকমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের ফ্রি চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক হাসনাত আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আরিয়ান নাজমুল খান জানান, ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।
আপনার মতামত লিখুন :