বেনাপোলে ৩কেজি গাঁজা সহ ১পাসপোর্ট যাত্রী আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন / ০ Views
বেনাপোলে ৩কেজি গাঁজা সহ ১পাসপোর্ট যাত্রী আটক

আঃ জলিল, স্টাফ রিপোর্টার

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ৩ কেজি ভারতীয় গাঁজা সহ ওসমান মন্ডল (৩৮)নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।

শুক্রবার সকালে চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বিজিবির চেকিং পোস্টে তাকে আটক করা হয়।সে রাজবাড়ী জেলার পাংশা থানার সাকদাহা গ্রামের ইসলাম মন্ডল এর ছেলে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান.গোপন সংবাদে জানতে পারি ওসমান মন্ডল নামে এক পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল পরিমান গাঁজার চালান নিয়ে ইমিগ্রেশন কাস্টমস হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ মামুন শিকদার,নায়েব সুবেদার ফরিদুল ইসলাম,হাবিলদার রিয়াজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করেন।

আটকের পর ওসমান মন্ডল বিজিবির কাছে স্বীকার করে বলেন পেট্টাপোল বর্ডারের একটি কাউন্টার থেকে ২০ হাজার টাকা চুক্তিতে গাঁজার চালানটি নিয়ে আসে বেনাপোল একজনকে দেওয়ার জন্য। তার নাম বিজিবির কাছে প্রকাশ করেননি আটক ওসমান মন্ডল।এ ব্যাপারে আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তারা বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।