সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ভোটে এগিয়ে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এএস মো শাহনেওয়াজ প্রধান শুভ। অনেক কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে তিনি ব্যাপক ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এতে করে শুভই হতে যাচ্ছেন জেলার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান। এ নিয়ে ফেসবুকে পোস্ট হতে দেখা গেছে।
এ উপজেলার চেয়ারম্যান পদে অপর দুই প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট লড়াই করছেন। সাবেক ব্যাংক কর্মকর্তা সুমন চন্দ্র রায় আনারস প্রতীক নিয়ে ভোট লড়াই করছেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক উড়ো জাহাজ ও মাসুদ পারভেজ চশমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াসমিন কলস, নাছিমা খাতুন ফুটবল, কাজল রেখা প্রজাপতি ও সাবিনা ইয়াসমিন হাঁস প্রতীকে ভোট লড়াই করছেন।
আপনার মতামত লিখুন :