“দ্য সিলেট পোস্টের” সম্পাদক হিসাবে এটা প্রথম লেখা যা কিনা সম্পাদকীয় বলে চালিয়ে দেয়া যেতে পারে। যাই হোক সম্পাদক হিসাবে প্রথমেই সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানাতে হবে। সিলেট পোস্ট নিয়ে আমার ভাবনার শুরু মাস কয়েক আগে থেকেই। মনেমনে অনেক হিসাব নিকাশ মেলানো শুরু করলাম। যুক্তরাজ্যের অতি ব্যস্ত জীবনে এই নিউজ পোর্টাল কি আদৌ পরিচালন সম্ভব হবে? তার উপর সামাজিক সংগঠনের দ্বায়দায়িত্ব। কিন্তু মন থেকে কিছু একটা করার তাগাদা অনূভুত হচ্ছিল প্রচন্ড। অত:পর স্ত্রীর সাথে আলোচনা। আমাকে অবাক করে তিনি এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। দেশে ভাইবোনদের সাথে আলোচনায় ও শক্তি সঞ্চয় হলো। ইংল্যান্ডের অভিভাবক তুল্য শ্রদ্ধেয় আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী ভাইও অনেক উৎসাহিত করলেন। সর্বশেষ সংবাদিক, সমাজসেবক ও ইংল্যাণ্ডের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা প্রিয় নজরুল ইসলাম ভাইয়ের সাথে ফলপ্রসু আলোচনা ও উনার র্অন্তভুক্তি দ্য সিলেট পোস্টের আলোর মুখ দেখার পেছনে অন্যতম সহায়ক শক্তি। আর দুজন মানুষের কথা না বল্লেই নয়। দেশে আমার দুই ভাগিনা। নাসিম মোহাম্মদ রক্সি ও নাহিদ মোহাম্মদ রাহি। রক্সি এখনো নিবেদিত হয়ে এই নিউজ পোর্টালের প্রতিস্টার জন্য কাজ করে যাচ্ছে। যাই হোক, আমার আর নজরুল ইসলাম ভাইয়ের অনেক কষ্টের ফসল আজকের দ্য সিলেট পোস্ট।
গত ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দ্য সিলেট পোস্টের যাত্রা শুরু হয়েছে। যারা এই নিউজ পোর্টালে কাজ করেছেন বা করছেন – কারিগরি সহায়তা, উদ্ভোধনী অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমাদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সারাদেশে ছড়িয়ে থাকা আমাদের প্রতিনিধিগন সর্বোপরি দ্য সিলেট পোস্টের সকল শুভানুধ্যায়ীদের আপাদমস্তক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
প্রায় দুই বছর করোনা ভাইরাসের অকল্পনীয় তান্ডবের পর আস্তেআস্তে পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় যাওয়ার প্রচেষ্টায় রত। যদিও করোনা এখনো পুরোপুরি শক্তি হারায়নি। এই করোনা ভাইরাসের টিকা আবিস্কার করতে সমগ্র পৃথিবী একযোগে যে সময়, প্রচেষ্টা, শক্তি এবং অর্থ ব্যয় করেছে তা যদি আরো আগে দারিদ্র নির্মুলের জন্য ব্যয় করা সম্ভব হতো হয়তো পৃথিবীর চেহারাটাই পাল্টে যেতো। করোনা ভাইরাসের মাধ্যমে সৃস্টিকর্তা আমাদেরকে অনেককিছুই শিখিয়েছেন। এখন এই শিক্ষা থেকে দীক্ষা নিতে পারলেই হলো। এইতো গত সপ্তাহ দুয়েক ইংল্যান্ডে কি ভয়াবহ জ্বালানি তেলের সংকট সৃস্টি হলো। আসলে যতটুকু সংকট ছিলো মানুষজন তা বাড়িয়ে আরো ভয়াবহ করে তুললো। শুধুমাত্র বৃটিশ পেট্রোলিয়াম (BP) ঘোষণা করলো তাদের লরি (অনেক বড় ট্রাক যা মালামাল বহন করে) চালানোর চালক সংখ্যা কিছু কম। তাই তাদের পরিচালিত পেট্রোল স্টেশনগুলোতে সরবরাহ কিছুটা বিঘ্নিত হবে। ব্যস, আর কি লাগে? শুরু হলো পেট্রোল স্টেশনগুলোতে লম্বা লাইন। দুইঘন্টা তিনঘন্টা লাইনে থেকে যে যেভাবে পারে গাড়ি ভরে জ্বালানি সংগ্রহ শুরু হলো। যার ফলশ্রুতিতে সংকট আরো ঘণীভূত। যাই হোক দুইসপ্তাহ পর সরকারের প্রচেষ্টায় এখন পরিস্থিতি স্বাভাবিক।
দেশে স্থানীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। শাসকগন এখন সেবক হওয়ার জন্য ভোটারদের দ্বারেদ্বারে দৌড়ানো শুরু করেছেন। মিষ্টিমিষ্টি বুলি আর লম্বা ইস্তহারের জ্বালায় জনজীবন অতিষ্ট হয়ে পরবে তাতে সন্দেহ নাই। কিন্তু মনে হয় সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা যদি বুদ্ধি বিবেক কাজে লাগায় তবে সাধারণের মধ্যকার অসাধারন সব ব্যক্তির্বগ জনপ্রতিনিধির আসনে আসীন হতে পারে।
গতকল্য থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপুজা। সকল সনাতন ধর্মীয় ভাইবোনদের দ্য সিলেট পোস্ট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। উৎসবমূখর পরিবেশে মনে দাগ কাটারমতো একটি খবর হলো কুমিল্লায় ইসলাম ধর্মের মুল দলিল পবিত্র কোরআনে কারিমকে অবমাননা। যা প্রতিটি মুসলমানের বুকে আঘাত করেছে। আমি বিশ্বাস করি কোন প্রকৃত হিন্দু এই কাজের সাথে কখনোই জড়িত থাকতে পারেনা। বরং এটা গুটিকয়েক সুযোগ সন্ধানী দুস্কৃতকারীর কাজ। এরই রেশ ধরে গতকাল কমলগঞ্জে আরো কিছু বিপতগামী লোক একটি মন্দিরে ভাংচুড় চালিয়েছে। একজন সচেতন মানুষ এবং মুসলিম হিসাবে এই কর্মের ও আমরা নিন্দা জানাই। আশা করবো সরকার দ্বায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন যাতে দেশে এইধরনের দুস্কর্ম সংগঠিত করার দু:সাহস আর কারো না হয়।
অনেকগুলো মনখারাপ করা খবরের মাঝেও একটি আশাজাগানিয়া খবর দিয়ে আজকে শেষ করবো। আই এম এফের পূর্বাভাস বলছে এইবছর বাংলাদেশের গড় মাথাপিছু উৎপাদন হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। যা ভারতের চাইতেও বেশি। উল্লেখ্য ভারতের মাথা পিছু গড় উৎপাদন হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার। দেশ এগিয়ে যাচ্ছে এখন আমাদের মানসিকতা এগিয়ে নিলেই হয়।
মন্তব্য করুন