কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সৈকত দেবনাথ (২৫)। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাকিচার গ্রামে এ ঘটনা ঘটেছে। সৈকত ওই গ্রামের নিরঞ্জন দেবনাথের ছেলে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সৈকতের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে কোনো এক সময় সৈকত নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দেন।
লাশ উদ্ধারের পর বিকেলে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :