হবিগঞ্জ সাতছড়িতে গাছ ফেলে ডাকাতি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৫, ১১:৫২ অপরাহ্ন /
হবিগঞ্জ সাতছড়িতে  গাছ ফেলে ডাকাতি
হবিগঞ্জ প্রতিনিধি 
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত।
শুক্রবার (১ আগষ্ট) মধ্যরাতে সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে। প্রথমে চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাকের চালকদের পথরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে আরোহীরা চিৎকার শুরু করলে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।
মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্যা এবং চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনাস্থল মাধবপুর থানার আওতায় হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা তারাই নেবেন।