বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্র্নামেন্ট‘র প্রস্তুতি সভা অনুষ্টিত।।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৭, ২০২২, ১১:২৫ পূর্বাহ্ন /
বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্র্নামেন্ট‘র প্রস্তুতি সভা অনুষ্টিত।।

ষ্টাপ রিপোর্টার।।

বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালিকা) বাস্তবায়নের জন্য এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
১৬ মে সোমবার বিকাল ৪টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।

উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী,পল্লী সঞ্চয় কর্মকর্তা সুদীপ কুমার দে,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া,উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আব্দুর রৌফ,শাহিবুর রহমান,শেখ আবুল মনসুর তুহিন,শাহজাহান মিয়া,বাবুল মিয়া প্রমূখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ মে সকাল ১০টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম টুর্নামেন্টের উদ্ধোধন করা হবে।