
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ হাট রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হান্নান আর নেই। সোমবার (২ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহী—রাজিউন। তিনি পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মনু মডেল কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান এর ছোট ভাই। আজ মঙ্গলবার বিকেল ৫টায় পৃথিমপাশার কানিকিয়ারী গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
এদিকে ব্যবসায়ী নেতা আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন :