মাধবপুরে হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২২, ১২:৫৮ পূর্বাহ্ন /
মাধবপুরে হত্যাচেষ্টা মামলার  আসামী গ্রেফতার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে:

হবিগঞ্জের মাধবপুরে তরুণী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামীকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ । আটক ব্যক্তির নাম,সুমন মিয়া (২২), তার পিতা- মারুফ মিয়া।

মঙ্গলবার(১৯ এপ্রিল) মাধবপুর থানাধীন বাঘাসুরা ইউনিয়নের এক তরুনীকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করা হয় । এ ঘটনায় ৬জনকে আসামী করে বুধবার( ২৫ এপ্রিল) হত্যাচেষ্টা মামলার এজাহার দাখিল করা হয় ।

বৃহঃস্পতিবার (২৮ এপ্রিল)নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয় ।