শার্শায় ফেলে যাওয়া সেই নবজাতককে স্বচ্ছল একটি পরিবারের কাছে হস্তান্তর


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২২, ১২:৩০ পূর্বাহ্ন /
শার্শায় ফেলে যাওয়া সেই নবজাতককে  স্বচ্ছল একটি পরিবারের কাছে হস্তান্তর

আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ

শার্শায় বিচুলি গাদায় ফেলে রেখে যাওয়া সেই নবজাতককে উদ্ধার করে আর্থিকভাবে স্বচ্ছল একটি পরিবারের কাছে হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।

একদিনের নবজাতক শিশুটি শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথির কোলে মাতৃ স্নেহে শোভা পাচ্ছে।

শিশুটি জন্মের পর শনিবার কে বা কারা শিশুটিকে বিচুলি গাদায় ফেলে রেখে যায়। রাতে পুলিশ তাকে উদ্ধার করে। নিঃসন্তান ৬ দম্পতি শিশুটির দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি আর্থিকভাবে স্বচ্ছল একটি পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করেন।

এসময় শিশুটির নামে ১০ শতক জমির দলিল রেজিস্ট্রি করানোর প্রতিশ্রুতি নেওয়া হয়। শিশুটির নাম রাখা হয়েছে আব্দুর রহিম। মায়ের কোলে যত্নে আদর স্নেহে বেড়ে উঠুক আব্দুর রহিম। তার ভবিষ্যৎ হোক সুন্দর হোক