শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ড, ৮ ঘর পুড়ে ছাই


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২২, ১২:০৫ পূর্বাহ্ন /
শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ড, ৮ ঘর পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ২টায় শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে শ্রীরামপুর গ্রামের শামসুল হক, নুরুল হক, সাবাজ মিয়া, চন্দু মিয়া, ফরিদ মিয়া, শাহিন মিয়া, আব্দুল আহাদ ও রাজন মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় নগদ টাকা, আসবাপত্র, স্বর্ণালঙ্কার, মূল্যবান কাগজপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটা ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিনের স্টেশন অফিসার মো. আরিফ আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিটকর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আটটি বসতঘর পুড়ে যায়। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে।