মহান স্বাধীনতার ৫১ তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাবান্ধা বিজিবি – বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২২, ১:০৯ পূর্বাহ্ন /
মহান স্বাধীনতার ৫১ তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাবান্ধা  বিজিবি – বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকেলে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর এবং ভারতের ফুলবাড়ি আন্তর্জাতিক চেকপোস্ট নোম্যানসল্যান্ডে অনুষ্ঠিত এ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিরি অতিরিক্ত -মহাপরিচালক ও -উত্তর পশ্চিম রিজিয়ন,রংপুরে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ সোহবার হোসেন,পঞ্চগড় (১৮ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্ণেল মোঃ গোলাম ফজলে রাব্বি,জেলা প্রশাসক জহিরুল হক,পুলিশ সপার ইউসুব আলীসহ কর্মকর্তাগন

ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ডিআইজি শিলিগুড়ি সেক্টর শ্রী পরশু রাম, ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট
১৭৬ বিজিবির কমান্ডিং অফিসার কর্নেল হরিশ চন্দ্র বিজিবির (অতিরিক্ত মহাপরিচালক) এবি এম নওরোজ এহসান
বলেন, স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি কোনো মূল্যে রক্ষা করব।

‘রিট্রিট সিরিমনি’ প্যারেডে বিজিবি-বিএসএফ এর কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ উভয় দেশের সর্বস্তরের জনগণ দর্শনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যে বন্ধুপ্রতিম ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়েছিলো সেই ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ বৃদ্ধির অংশ হিসেবে এ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে নোম্যান্সল্যান্ডে কুচকাওয়াজ, জাতীয় পতাকা নামানো, মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেয়া হয় বিএসএফ কর্মকর্তাদের হাতে।