হঠাৎ রডের দাম বৃদ্ধি, অভিযান চালাতে বলেছে কমিটি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২২, ১১:৪৫ অপরাহ্ন /
হঠাৎ রডের দাম বৃদ্ধি, অভিযান চালাতে বলেছে কমিটি

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

রডের দাম এ যাবতকালের সব রেকর্ড ভেঙেছে। গত দুই সপ্তাহে প্রতি টন রডে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা বেড়েছে। খুচরা বাজারে এক টন রডের দাম ৯০ হাজার টাকা ছাড়িয়েছে। হঠাৎ রডের দাম বেড়ে যাওয়ার পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না- খুঁজে দেখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অভিযান পরিচালনার সুপারিশ  করেছে সরকারি প্রতিষ্ঠান কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় এই কমিটির বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনায় এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘হঠাৎ করে রডের দাম বেড়ে গেল, কেন? এতে করে অবকাঠামো নির্মাণের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কমিটি ভোক্তা অধিকার অধিদপ্তরকে অভিযান পরিচালনা করার জন্য বলেছে। এখানে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না, সেটা খুঁজে দেখতে সুপারিশ করা হয়েছে।’

গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, গত বছরের নভেম্বরে রডের দাম প্রতি টন ৮১ হাজার টাকা পর্যন্ত উঠেছিল, দেশের ইতিহাসে যা তখন রেকর্ড দাম ছিল। গত ৯ মাস আগে যেখানে রডের দাম প্রতি টন ৬২ হাজার টাকা ছিল, তা এখন ৯২ হাজার টাকা হয়েছে।