নবীগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত, চালক ও হেলপারের কারাদণ্ড


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২২, ১১:৫৮ অপরাহ্ন /
নবীগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত,  চালক ও হেলপারের কারাদণ্ড

নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ  প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে গোপলা বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন  এলাকায় বুধবার (১৬ মার্চ)  রুস্তমপুর মাদ্রাসার এক ছাত্রীকে উত্যক্ত করে গাড়িচালক ও হেলপার। ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা গাড়ি চালক ও হেলপারকে আটক করে উপজেলা প্রশাসনকে অবগত করেন।

পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে গাড়ি চালক মোহাম্মদ রফিক মিয়া (২৭) কে ১৮৬০ দন্ডবিধি ৫০৯ ধারা ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার সহকারি শাকিব হাসান (২২)কে  ৫০৯ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এতে সার্বিক সহযোগিতা প্রদান করে নবীগঞ্জ থানার  এক দল পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।