
ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির আয়োজনে ২ মার্চ কলকাতায় শরৎচন্দ্র বাস ভবন অডিটরিয়ামে গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী ‘মাতৃবন্ধু এএইচএম নোমান’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ড. সুরঞ্জন মিদ্দে, কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন (বাংলাদেশ)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক অলক মন্ডল, দীনেশ চন্দ্র সেন রিসার্স সোসাইটির সভাপতি সমাজ আচার্য ড. অরূপ মিত্র, সুরেন্দ্র কুমার সিংহ (জি, এম) এপিবি বিড়লা স্কুল এবং সোসাইটির সম্পাদক দেবকন্যা সেনসহ আরো অনেকে।
বইটি লিখেছেন হাসানুল কাদির ও সম্পাদনা করেছেন শাওয়াল খান। এছাড়া ‘শতবর্ষের পথে মৈমনসিংহ গীতিকা’ বইটি মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
সেলিনা হোসেন বলেন, বাংলাদেশ থেকে প্রকাশিত ‘মাতৃবন্ধু এএইচএম নোমান গ্রন্থটি এই মঞ্চে মোড়ক উন্মোচন হওয়ায় গর্ববোধ করছি।
বইয়ের সার সংক্ষেপ তুলে ধরেন বাংলাদেশের সাংস্কৃতিক কর্মী শৌল বৈরাগী। তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে সমবায়, বিশ্বগ্রাম, সোয়াবিন, মানবাধিকার, নির্বাচন, নেটওয়ার্ক নিয়ে লেখা ও সাক্ষাৎকারভিত্তিক বহুমাত্রিক কার্যধারাসহ ৯টি অধ্যায়ে বইটি গ্রন্থিত। বইটির মুখবন্ধ লিখেছেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
গ্রন্থে এএইচএম নোমানে’র কর্মজীবনের অর্ধশত বছরের পথ পরিক্রমার সুদূরপ্রসারী কার্যাদি অন্তর্ভূক্ত হয়েছে। তম্মধ্যে সরকার কর্তৃক সারা বাংলাদেশের গ্রামে গ্রামে পরিচালিত গরিব মা’দের জন্য মাতৃত্বকালীন ভাতা ও তৎকেন্দ্রিক পাইলট ‘স্বপ্ন’ প্যাকেজ হৃদয়গ্রাহী হয়েছে। এ থেকেই বইটির নামকরণ করা হয় ‘মাতৃবন্ধু এএইচএম নোমান’ ।
গ্রন্থটিতে ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) চেয়ার জাকির হোসেনের ‘প্রচারহীন নোমান ভাই’, কোলকাতার দেবকন্যা সেনের ‘প্রতিষ্ঠাতা ডরপ: অসামান্য এইএইচএম নোমান’, কবি রোকেয়া ইসলামের ‘সমাজ বদলের শুদ্ধমন্ত্র বুকে’ প্রমুখ ব্যক্তিদের লেখা এই গ্রন্থে সংকলিত হয়েছে।
আপনার মতামত লিখুন :