
খাদেমুল ইসলাম, তেতুলিয়া থেকে
তেতুলিয়ায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য; মর্যাদায় উদযাপন পালনের উপলক্ষ্যে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বুধবার সকালে উপজেলা চত্বরে মাঠে অনুষ্টিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, বিশেষ অতিথি থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক,বাংলাবান্ধা কুদরত- ই খোদা মিলন,তিরনই- আলমগীর হোসেন,শালবাহান আশরাফুল ইসলাম,বুড়াবুড়ি আব্দুল তারেক,ভজনপুর মোসলেম, দেবনগর সোলেমান আলী
উপজেলা আওয়ামীলীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল,বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী,উপজেলা নির্বাচন অফিসার মো, আলী হোসেন, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রশাসনের বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা, কর্মচারীগনসহ বিভিন্ন পেশাজীবি ও উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন।
সভায় বক্তাগন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদান, মুক্তিযোদ্ধা বিষয়ে শহীদ আয়ুব আলীর স্মৃতিচারণ করে কথা বলেন।
আপনার মতামত লিখুন :