বেনাপোলে ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার দুই মাদক ব্যাবসায়ী আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৩, ২০২২, ১২:৫০ পূর্বাহ্ন /
বেনাপোলে ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার দুই মাদক ব্যাবসায়ী আটক

আঃজলিল, যশোরঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) রাত ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
শিকড়ী গ্রামের মৃতঃ গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার বিশে (৩৭) ও পুটখালী গ্রামের মৃতঃ আবু বক্করের ছেলে হাফিজুর রহমান (৩৮)।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ একটি চৌকস টিম নিয়ে বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামস্থ ধৃত আসামী আব্দুস সাত্তার বিশের বসত বাড়ীর উঠান হতে অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদের যশোর আদালত পাঠানো হবে।