নিলাম সিন্ডিকেট পানির দামে গাছ বিক্রি, রাজস্ব হারিয়েছে সরকার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২, ২০২২, ১২:৩১ পূর্বাহ্ন /
নিলাম সিন্ডিকেট পানির দামে গাছ বিক্রি, রাজস্ব হারিয়েছে সরকার

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে

পঞ্চগড় তেতুলিয়ান কাজী শাহাবুদ্দীন বালিকা  উচ্চ বিদ্যালয় এবং কলেজের  সরকারী  বিভিন্ন প্রজাতির ১৩ টি  গাছ তার মধ্যে ৯ টি মেহগনি ৩ টি কাঁঠাল ও ১ টি বনজ গাছ পানির দামে প্রকাশ্য বিক্রয় করা হয়েছে। আজ সোমবার ২৮ফেব্রুয়ারি বিকালে উপজেলা পরিষদে ও বিক্রয় করা হয়।এতে  লাভবান হয়েছে  সিন্ডিকেট  এক শ্রেনীর কালোবাজারী ব্যবসায়ীরা আর রাজস্ব হারিয়েছে সরকার।

তেতুলিয়া কাজী শাহাবুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের  বিল্ডিং অবকাঠামো উন্নয়ন কাজ চলামান রয়েছে। যার অংশ হিসাবে কতৃপক্ষ অবকাঠামো  তৈরী করতে ৫০

বছরের গাছ গুলো বাধাঁ মনে করছেন কর্তৃপক্ষ। উপজেলা ভুমি অধিদপ্তর এবং বন বিভাগের যৌথ আয়োজনে প্রকাশ্য নিলামে মোট ১৩টি  বিভিন্ন প্রজাতি গাছ (৯ টি মেহগনি  ৩ টি, কাঁঠাল, এবং১ টি বনজ গাছ রয়েছে।

গাছ) প্রায় যাহার দাম ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলে।সম্প্রতী ওই গাছ গুলো নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন উদয় হয়েছে। প্রায় ৫০ বছরের ঐতিহ্য বহনকারী গাছ গুলো নিমিশেই হারাবে তাদের স্থায়ীত্ব। শহর উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি সবুজ অরণ্যেও গুরুত্ব রয়েছে অনেক বেশি। দীর্ঘ দিনের এই গাছ গুলোকে পানির দামে বিক্রয় করা হয়েছে। অনুসন্ধানে জানাযায়, বর্তমান বাজার মুল্যে ১৩টি গাছের আনুুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা মত কিন্ত স্থানীয় ও প্রশানের সিন্ডিকেটের কারনে প্রকাশ্য নিলামে সরকারী ১৩ টি বিভিন্ন প্রজাতির  গাছ মাত্র ১লক্ষ ২০ হাজার টাকায় বিক্রয় করা হয়। পক্ষান্তরে ওই গাছ গুলো প্রথম পক্ষের কাছ থেকে ২লক্ষ ৪২ হাজার টাকায় ক্রয় করে নেয় আর একজন ব্যবসায়ী।পরে পঞ্চগড়  জেলার ওই গাছ আরো দামে বিক্রিয় করা হয়েছে। এব্যাপারে কাজী শাহাবুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ এমদাদুল হকের সাথে যোগাযোগ করলে জানান,বিল্ডিং অবকাঠামো জন্যে ১৩ টি গাছ বিক্রি করা হয়েছে। গাছের বয়স কত প্রশ্ন করলে তিনি জানেন না বলে জানান। পত্রিকা ও বিজ্ঞাপন দেওয়া হয়নি।

উপজেলা প্রশাসনের অবহেলার কারনে সরকার হারিয়েছে মোটা অংকের রাজস্ব এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় কাঠ ব্যবসায়ী ও সাধারন জনগন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার  সোহাগ চন্দ্র সাহা প্রতিনিধিকে জানান, সরকারী নির্ধারিত দামে নিলামে হয়েছে।